logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিহত

11 killed, 2 injured as military helicopter crashes in Turkey
সংগৃহীত

তুরস্কের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন তুর্কি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

মন্ত্রণালয় এক টুইট বার্তা জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। আমরা আল্লাহ তায়লার কাছে আমাদের শহিদদের জন্য ক্ষমা চাচ্ছি এবং তাদের মূল্যবান পরিবারের প্রতি শোক জানাচ্ছি।

এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল যে, বিটলিস প্রদেশে ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১০ জন সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে তিন সেনা।

তবে পরে আহত আরেক সেনা মারা যায়। কাউগার-টাইগের ওই সামরিক হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় বিঙ্গোল প্রদেশ থেকে বিটলিস প্রদেশের তাতভান জেলায় যাচ্ছিল। কিন্তু স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত সেনাদের হাসপাতালে নেয়ার কাজ চলছে। তুরস্কের ন্যাশনাল মুভমেন্ট পার্টির (এমএইচপি) নেতা ডেভলেট বাহচেলি বলেছেন, নিহতদের মধ্যে ৮ম কর্পসের কমান্ডার লে. জে. ওসমান এরবাসও রয়েছেন।

RTV Drama
RTVPLUS