• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদি বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মার্চ ২০২১, ২২:২২
ড্রোন হামলা।

আবারও সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। খবর আরব নিউজের।

সৌদি নেতৃত্বাধীন আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, হুথি সমর্থিত সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-টু-কে ড্রোন দিয়ে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, সৌদি বিমানবন্দরের সামরিক বিমানের হ্যাঙ্গারে নিখুঁতভাবে আঘাত হানে ইয়েমেনি ড্রোন। সৌদি জোটের অব্যাহত আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের জবাবে এই হামলা।

গেলো ২৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জেনারেল সারিয়ি জানিয়েছিলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
নোংরা বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন ঢাকাবাসী! (ভিডিও)
বোল্টকে নিমেষেই পরাজিত করবেন গেইল!
বিয়ের আগেই সন্তান জন্ম, স্বামীকে নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী
X
Fresh