• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

প্রাসাদ থেকে কারাগারে

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ মার্চ ২০১৭, ০৯:২৮

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্টের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হয়।

গিউন দুর্নীতির অভিযোগে সংসদ থেকে অভিশংসিত হবার পর উচ্চ আদালতও অভিশংসনের পক্ষে গেলো ১০ মার্চ রায় দেন। এর আগে প্রেসিডেন্ট থাকা না থাকা নিয়ে সংসদে ভোট হয়। তখন অভিশংসনের পক্ষে ভোট পড়ে ২৩৪ এবং বিপক্ষে মাত্র ৫৬।

মূলত রাজনৈতিক কেলেঙ্কারিতে নাম আসার পরপরই পার্কের বিরুদ্ধে রাস্তায় নামেন দক্ষিণ কোরিয়ার হাজারো সাধারণ জনতা। ক্ষমতা ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চয় সুন-সিল বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করেছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

৬৫ বছর বয়সী পার্ক দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সালে ক্ষমতা গ্রহণ করেন। তবে দায়িত্বের পুরোটা পালন করতে পারেননি। পার্ক গিউন-হাই ১৯৬৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক চুং-হি’র বড় মেয়ে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh