logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

মানুষের কপালে মিললো ১৭৫ কোটি টাকার হীরা

মানুষের কপালে মিললো ১৭৫ কোটি টাকার হীরা

সিনেমায় সাপের মাথায় ‘নাগমণি’ থাকার দৃশ্য ফুটে তোলা হলেও বাস্তবে তা শুধু অলৌকিক গল্প হিসেবেই বিবেচিত। ‘নাগমণি’ সত্যাসত্য নিয়ে আধুনিক বৈজ্ঞানিক যাই বলুক- বাস্তবে অনেক মানুষই এতে বিশ্বাস করে। সাপের মাথায় নাগমণি বাস্তবতায় না মিললেও মানুষের কপালে মিলেছে হিরার টুকরো। আমেরিকান র‌্যাপার গায়ক লিল উজি ভার্ট নিজের মাথায় শখ কর হিরা বসিয়েছেন।

দেশ ও দেশের বাইরে অনেক ছেলে শখ করে কানে হিরার দুল পরেন। কিন্তু কপাল গর্ত করে হিরা বসানো এটা হয়তো কখনও দেখেননি বা শোনেননি। এমনই এক কাণ্ড করেছেন লিল উজি ভার্ট নামে আমেরিকান একজন র‌্যাপার গায়ক। তার আসল নাম সিমের উডস।

সিমের উডস নিজের কপাল খোদাই করে ১৭৫ কোটি টাকার হিরা বসিয়েছেন। তার এই অভিনব এ চিন্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ওই ভিডিওতে দেখা যায় কপালে গর্ত করে বড় একটি গোলাপি হিরা বাসিয়ে মাথা ঝাকাচ্ছেন লিল উজি ভার্ট। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘Beauty is Pain’। ভিডিওটি পোস্ট করার একদিনে ১১ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।

এফএ

RTV Drama
RTVPLUS