• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে ‍যুদ্ধ বন্ধ করতে হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪
war in Yemen must end says Biden
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন জানিয়েছে যে, তারা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ‘অপরাধমূলক অভিযান’ সমর্থন করবে না। ইয়েমেনে গত ৬ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গৃহযুদ্ধ অবসানে তার প্রশাসন সচেতন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে কূটনীতিকদের উদ্দেশে এ কথা বলেন বাইডেন। তিনি বলেন, মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে এই যুদ্ধ। এর অবসান হতেই হবে।

বাইডেন বলেন, বিভিন্ন দেশে ইরানের বাহিনীর সরবরাহকৃত অস্ত্র দ্বারা সৌদি আরব মিসাইল ও ড্রোন হামলা এবং অন্যান্য হুমকির শিকার হয়। আমরা সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং তাদের জনগণকে রক্ষায় সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবো।

আরও পড়ুন :

ইয়েমেনে যুদ্ধে সৌদি জোটের ভূমিকা নিয়ে নীরব ভূমিকা পালন করে আসছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সাল থেকে শুরু হওয়া ওই গৃহযুদ্ধে হাজার হাজার নারী ও শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। আর স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে ইয়েমেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
X
Fresh