• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিলো ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭
Yemen threatens military operation in Saudi
সংগৃহীত

সৌদি আরবে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলছে, ইয়েমেনে জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে সক্ষম সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল।

কাউন্সিল আরও বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের তেলের জাহাজ আটকে রাখে তাহলে রিয়াদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ সৌদি আরব আটকে রাখার প্রেক্ষাপটে ইয়েমেনের বহুসংখ্যক হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এমতাবস্থায় এই হুমকি দিয়েছে সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের তেলবাহী জাহাজ আটক করার কারণে দেশটির জনগণ মারাত্মক রকমের জ্বালানি সংকটে ভুগছে।

দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। যুদ্ধের এক পর্যায়ে এসব দেশ ইয়েমেনের ওপর সর্বাত্মক অবরোধ দিয়েছে। এর ফলে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ধরনের মানবিক সংকটের মুখে রয়েছে ইয়েমেন। অথচ বিশ্বের বেশিরভাগ দেশ এ বিষয়ে নীরবতা বজায় রেখেছে।

আরও পড়ুন: পোলিও’র বদলে খাওয়ানো হলো স্যানিটাইজার

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh