• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কঙ্গোতে ৪০ পুলিশের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০১৭, ০৯:৫২

আফ্রিকার দেশ কঙ্গোতে ৪০ পুলিশ সদস্যের শিরশ্ছেদ করেছে মিলিশিয়া যোদ্ধারা। শুক্রবার দেশটির কাসাই প্রদেশে এ ঘটনা ঘটে।

কামবিনা এনসাপু নামের মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা শিকাপা এবং কানাঙ্গায় টহলরত পুলিশ বহরে আক্রমণ চালান। পরে তারা বহরে থাকা পুলিশদের শিরশ্ছেদ করেন।

কাসাই প্রাদেশিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া কালাম্বা জানান, বহর থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ৬ জন পুলিশ সদস্য। হত্যার এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন রাজ্য গভর্নর।

জাতিসংঘ বলছে, গেলো বছরের আগস্টে নিরাপত্তা বাহিনীর হাতে মিলিশিয়া গোষ্ঠী কামবিনা এনসাপুর নেতা জ্যা পিয়েরে পান্দি মারা যান। তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত কাসাই প্রদেশে মারা গেছে ৪শ’ জন। বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ মানুষ।

এ পর্যন্ত ৭টি গণকবর পাওয়া গেছে প্রদেশের বিভিন্ন স্থানে। এসব গণকবরে আন্দোলনে নিহত ব্যক্তিদের চাপা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের ২ জন উর্ধ্বতন কর্মকর্তাকে দু’সপ্তাহ আগে এ প্রদেশ থেকে অপহরণ করা হয়েছে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh