• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ন্যান্সি পেলোসি

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

  ০৪ জানুয়ারি ২০২১, ১৬:৪৯
Nancy Pelosi is the Speaker of the House of Representatives for the fourth time
সংগৃহীত

ডেমোক্র্যাট দলীয় নেতা ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান সিনেটররা জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে যখন তৎপর তখন সামান্য ব্যবধানে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি।

স্থানীয় সময় রোববার মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদে ভোটাভুটি হয়। এতে ৭ ভোটের ব্যবধানে জয়ী হন পেলোসি। তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২০৯ ভোট। ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলেও প্রতিনিধি পরিষদে গতবারের চেয়ে ১১টি আসন কম পেয়েছে দলটি। এবার প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা পেয়েছে ২২২টি আসন। আর রিপাবলিকানরা পেয়েছেন ২১২টি আসন।

৫ জন ডেমোক্র্যাট পেলোসিকে ভোট দেননি। গত ১৭ বছর ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময়কার নারী স্পিকার।

বিবিসি অনলাইন জানায়, চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। তিনি আবার সংবাদের শিরোনাম হলেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাজেন্ডা এগিয়ে নিতে ন্যান্সি পেলোসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা এমন এক কঠিন সময়ে প্রতিনিধি পরিষদের নতুন যাত্রা শুরু করেছি যখন দেশের সাড়ে তিন লাখ করোনায় মারা গেছেন আর দুই কোটির বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। তিনি বলেন, আমাদের সবচেয়ে অগ্রাধিকার হবে করোনাভাইরাসকে পরাজিত করা। আমরা একে পরাজিত করবো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থবারের মতো নোবেলের মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প
চতুর্থবারের মতো জয়ী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 
চতুর্থবারের মতো জয়ী হলেন হাছান মাহমুদ
X
Fresh