• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদি নারী অধিকারকর্মীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৩০
Saudi court sentences activist Loujain al Hathloul to jail
সংগৃহীত

সৌদি আরবের সুপরিচিত একজন নারী অধিকারকর্মী লৌজেইন আল হাললৌলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাস বিরোধী আদালত। তার বন্দিদশা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা এবং তাকে ছেড়ে দেয়ার চাপের মধ্যেই আদালত এই রায় দিলেন। খবর টিআরটিওয়ার্ল্ডের।

স্থানীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, আদালত তার দুই বছর ১০ মাসের সাজা স্থগিত করেছেন। ৩১ বছর বয়সী হাললৌল ২০১৮ সাল থেকে বন্দি রয়েছেন। ওই সময় তিনিসহ আরও অন্তত এক ডজন নারী অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে দেশটির স্বার্থের ক্ষতি এবং বিদেশে শত্রুদের সহায়তা দেয়ার অভিযোগ তুলেছিলেন সৌদি কর্মকর্তারা। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাললৌলের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে এবং এ মাসের শুরুতে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছিল।

অধিকার গ্রুপগুলো আরও বলেছে যে, হাললৌলসহ কয়েকজন নারীকে কয়েক মাস ধরে নির্জন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এবং বৈদ্যুতিক শক, আঘাত এবং যৌন নিপীড়নের মতো নির্যাতন করা হয়। তবে সৌদির কর্মকর্তারা এ ধরনের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
X
Fresh