• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘মার্কিন নির্বাচনে রাশিয়ার যোগসাজশ নেই’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০১৭, ১১:৪১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি। এমনটাই জানিয়েছেন মার্কিন গোয়েন্দা তথ্যবিষয়ক কংগ্রেসনাল কমিটির প্রধান ডেভিন নিউস।

রোববার ফক্স নিউজের অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। ডেভিন জানান, শনিবার পর্যন্ত তার কাছে নির্বাচনে রুশ সম্পৃক্ত কোন প্রমাণ মেলেনি।

সোমবার এফবিআই পরিচালক জেমস কোমির কংগ্রেসনাল কমিটিতে হাজিরা দেয়ার আগেই এ মন্তব্য করলেন প্যানেলের প্রধান।

মার্কিন নির্বাচনের প্রচারণার শুরু থেকেই রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠতে থাকে। দীর্ঘ প্রতীক্ষিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও ট্রাম্পকে জেতাতে সুনির্দিষ্টভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী থাকার দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ ও দাবি বরাবরই নাকচ করে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রশাসন।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh