• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ২৩:০৯
জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় নিহত ২
ছবি সংগৃহীত

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিয়ারে হেঁটে যাতায়াতের এলাকায় একটি গাড়ি ঢুকে কয়েকজন মানুষকে চাপা দেয়৷ এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বার্তাসংস্থা ডিপিএকে পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনার পর ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া গাড়িটি আটক করার কথাও জানিয়েছেন তিনি৷

পুলিশের মুখপাত্র বলেন, হেঁটে যাতায়াতের এলাকায় একটি গাড়ির আঘাতে আহত অনেক মানুষকে আমরা উদ্ধার করেছি৷ গাড়িটি এবং তার চালককে আটক করা হয়েছে৷’

এদিকে এ ঘটনার পরই জরুরি সেবার কর্মীরা সেখানে ছুটে যান৷ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ৷

রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে৷

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
X
Fresh