• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ২৩:০৯
জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় নিহত ২
ছবি সংগৃহীত

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিয়ারে হেঁটে যাতায়াতের এলাকায় একটি গাড়ি ঢুকে কয়েকজন মানুষকে চাপা দেয়৷ এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বার্তাসংস্থা ডিপিএকে পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনার পর ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া গাড়িটি আটক করার কথাও জানিয়েছেন তিনি৷

পুলিশের মুখপাত্র বলেন, হেঁটে যাতায়াতের এলাকায় একটি গাড়ির আঘাতে আহত অনেক মানুষকে আমরা উদ্ধার করেছি৷ গাড়িটি এবং তার চালককে আটক করা হয়েছে৷’

এদিকে এ ঘটনার পরই জরুরি সেবার কর্মীরা সেখানে ছুটে যান৷ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ৷

রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে৷

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
X
Fresh