• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ায় ইরানে ফের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১৯:২৭
ইরানে ফের লকডাউন শুরু হতে যাচ্ছে

ইরানে ব্যাপকভাবে আছড়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরো ৪৭৯ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। আর নতুন আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। এ প্রেক্ষিতে শনিবার থেকে দেশটির শতাধিক শহরে লকডাউন শুরু হতে যাচ্ছে। খবর পার্স টুডের।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানান, রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলো থেকে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য শহরে যেতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিংমল ও বাজার বন্ধ থাকবে।

বিশেষ কিছু দপ্তর ছাড়া বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর চারটা পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি চলাচলের অনুমতি থাকবে না।

ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ হাজার ৮৯৬ জন।


এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh