• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২০ লাখ ডলারে বিক্রি হলো একটি কবুতর !

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৫:২৬
রেসিং কবুতর নিউ কিম

একটি কবুতরের দাম বিশ লাখ ডলার ! বাংলাদেশি টাকায় ১৬ কোটিরও বেশি। দাম এত বেশি হওয়ার কারণ হল, এটি সাধারণ কোনো কবুতর নয়। নিউ কিম নামে এটি একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় 'রেসিং পিজন' হিসেবে। খবর বিবিসির।

এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত এই কবুতরগুলোকে এক’শ থেকে এক হাজার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অংকের অর্থ মিলবে তার মালিকের।

রোববার অনুষ্ঠিত এক নিলামে প্রায় বিশ লাখ ডলার দাম দিয়ে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনাঢ্য ব্যক্তি। কবুতরটির মালিক বেলজিয়ামের নাগরিক। বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় তিনি নিজেও বিস্মিত।

কবুতরটি ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়লাভ করেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু বাচ্চার জন্ম দিয়েছে সে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে।

এই প্রজাতির কবুতরকে প্রজননের কাজে লাগানো যাবে।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবুতর পালার আড়ালে ছিল অস্ত্র তৈরির কারখানা
বিষ প্রয়োগে ৪০০ কবুতর হত্যা
৮ বছর ধরে আশরাফুলের দোকানে খেতে আসে ঝাঁকে ঝাঁকে কবুতর
X
Fresh