• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিক্ষোভের মুখে পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৩:৪৫
পদত্যাগকারী প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো

ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদ্যতাগ করেছেন পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। দেশটির রাজধানী লিমাসহ প্রধান শহরগুলোতে গত কয়েকদিন ধরেই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে দুজন নিহত ও অর্ধশত আন্দোলনকারী আহত হন। গত দুই দশকে দেশটিতে এর চেয়ে বড় বিক্ষোভ হয়নি। খবর আলজাজিরার।

রোববারও বিক্ষোভকারীদের উদ্দেশে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ এবং বিক্ষোভকারীরাও পাথর ছুড়ে তার জবাব দেয়।

প্রেসিডেন্ট ভিজকারাকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসন করার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ম্যানুয়েল মেরিনো। তবে সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোলেক্স পরে বিপাকে পেরুর প্রেসিডেন্ট, বাসভবনে পুলিশের হানা
পেরুর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুহিত
X
Fresh