• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জয়ের আশায় অনড় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

  ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৮
Trump, determined, win
ডোনাল ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এখনও নাটকিয়তা শেষ হয়নি। নির্বাচনের ফলাফল কয়েক দিন আগে ঘোষণা হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ের আশায় এখনও অনড় ডোনাল ট্রাম্প।

আজ রোববার ডোনাল ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে লিখেছেন ‘উই উইল উইন- আমরা জিতব।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সরকার পরিচালনায় তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি থেকে অনড়। এখনো জয়ের আশা করে যাচ্ছেন তিনি।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন ঘিরে বেশ আগে থেকেই জালিয়াতি হতে পারে বলে অভিযোগ করে আসছেন ট্রাম্প। নির্বাচনের দিন এবং ভোট গণণার সময় টানা কয়দিন ধরে ভিত্তিহীন নানা অভিযোগ করে আসছিলেন তিনি।

ভোটে হেরে আদালত পর্যন্তও গেছে তার দল রিপাবলিকান-এর সমর্থকরা। আমেরিকার কিছু এলাকায় এই নির্বাচন ঘিরে তার সমর্থকরা সহিংসতাও চালিয়েছেন। তবে সর্বশেষ বাইডেনকেই বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। জয়ের জন্য তার দরকার ছিল ২৭০ ভোট। ট্রাম্প পেয়েছেন মাত্র ২৩২টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের চেয়ে বাইডেন ৭৪টি ভোট বেশি পেয়েছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
শান্ত-বিজয়দের বীরত্বে ডিপিএলের শিরোপা আবাহনীর
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
X
Fresh