• ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২০, ০৮:৪৮
রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত ১০
রোমানিয়ার করোনা হাসপাতালে আগুনে নিহত ১০

রোমানিয়ায় একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দায়িত্বরত চিকিৎসকসহ দগ্ধ হয়েছেন আরও ৮ জন। খবর স্কাই নিউজ ও আল জাজিরার।

দেশটির জরুরি অবস্থার পরিদর্শক ইরিনা পোপা জানিয়েছেন, শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন। তাদের মধ্যে ১০ জন মারা যান। গুরুতর দগ্ধ হন ডাক্তারসহ মোট ৮ জন।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন
চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
কেরালার মন্দিরে আতশবাজি প্রদর্শনীর সময় আগুন, আহত দেড় শতাধিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আগুন