• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পামওয়েল ও রাবার শিল্পে অবৈধদের বৈধ করবে মালয়েশিয়া

  ৩১ অক্টোবর ২০২০, ০৮:৩৭
Malaysia will legalize illegals in the palm oil and rubber industries
সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধদের বৈধতা দেয়ার কথা ভাবছে সরকার। তবে তা কেবল পামওয়েল ও রাবার শিল্পের জন্য। শুক্রবার নিজ এলাকা পাগোহ’তে চায়নিজ কমিউনিটি ও চায়নিজ বেসরকারি সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সরকারি সংবাদ সংস্থা বারনামা এ খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, চলমান শ্রমিক সঙ্কট মেটাতে এসব খাতে অবৈধ শ্রমিকদের এক বা দুই বছরের জন্য বৈধতা দেয়ার বিষয়ে চিন্তা করছে সরকার। করোনা মোকাবেলায় যেহেতু বাইরে থেকে শ্রমিক আনা সম্ভব হচ্ছে না সেহেতু এটিই সময়োপযোগী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

সাধারণ ক্ষমার আওতায় এনে বৈধকরণ নামে এ প্রক্রিয়া চালু করা যেতে পারে। তবে বিভ্রান্তি দূর করতে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানি ও মানবসম্পদমন্ত্রী বিস্তারিত জানাবেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

পামওয়েল ও রাবার শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের শ্রমিক শঙ্কট মেটাতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। তবে ঠিক কবে থেকে, কি কি শর্ত মেনে, কি প্রক্রিয়ায়, কত খরচে এই খাতসমূহে অবৈধরা বৈধতা পাবে তা এখনও স্পষ্ট নয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
X
Fresh