• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রে আরও ৮০ লাখ মানুষ দরিদ্র হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ১৫:৫৭
USA, corona,
যুক্তরাষ্ট্রে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে

চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে বসবাসরত গরিব মানুষের সংখ্যা ছিল শতকরা ১৪ দশমিক ৩ ভাগ। আর সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭ ভাগে।

নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর পোভার্টি অ্যান্ড সোশ্যাল পলিসিজ এ তথ্য দিয়েছে।

আরও পড়ুনঃ

পাকিস্তানে হোটেলের দরজা ভেঙে নওয়াজ শরীফের মেয়ে জামাইকে গ্রেপ্তার

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন

করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রে আরও ৮০ লাখ মানুষ দরিদ্র হয়েছে

বিশ্ববিদ্যালয়টির হিসেবে, গত মে মাসে আমেরিকায় দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৪ কোটি ৭০ লাখ। সেপ্টেম্বরে তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কোটিতে। যার ফলে গত ৫ মাসে দরিদ্র মানুষের সংখ্যা ৮০ লাখ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, শুরুর দিকে মার্কিন সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য ১২শ ডলার করে প্রণোদনা দিয়েছিলো। যার কারণে করোনা সংক্রমণ সত্ত্বেও দারিদ্র বৃদ্ধির হার কম ছিল। কিন্তু পরবর্তীতে দারিদ্র বৃদ্ধির হার ঠেকিয়ে রাখা যায়নি।

এমএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে করোনা সংক্রমণ, দেড় মাসে ১১ মৃত্যু
ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, চার দফা ব্যবস্থা নেওয়ার পরামর্শ
X
Fresh