smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে সর্বদলীয় জোট গঠন

  আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৬ অক্টোবর ২০২০, ২২:২০ | আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:৫১
an all-party alliance, Jammu and Kashmir, india
নতুন জোট ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন’ এর নেতারা
ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু-কাশ্মীরের রাজনীতি নতুন মোড় নিতে শুরু করেছে। পিডিপির নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তির তিন দিনের মাথায় কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যের প্রবীণ সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এই নতুন জোটের কথা জানান।

তার আগে ফারুক আবদুল্লাহর বাসভবনে মিলিত হন পিডিপির নেত্রী মেহবুবা, পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্ট নেতা জাভেদ মীর, সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিরার উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে সবার সম্মতিতে জোটবদ্ধতার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফারুক আবদুল্লাহ। 

নতুন রাজনৈতিক জোটের সিদ্ধান্তের কথা ঘোষণা করে তিনি বলেন, এই জোটের নাম ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন’। আমরা চাই ২০১৯ সালের ৫ আগস্টের আগের জম্মু-কাশ্মীর রাজ্যের অবস্থান ফিরিয়ে আনতে। সে জন্য আমাদের সংগ্রাম চলবে। সেই লড়াই সাংবিধানিক।’

রাজ্য বিজেপির পক্ষে এই জোটের বিরোধিতা করা হয়। বিজেপি এই জোটকে ‘দেশবিরোধীদের জোটবদ্ধতা’ বলে অভিহিত করে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর রাজ্য দ্বিখণ্ডিত করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়। খারিজ করা হয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যা জম্মু-কাশ্মীরকে দিয়েছিল বিশেষ মর্যাদা। 

আরও পড়ুন: 
বিহার নির্বাচনে লড়বেন ‘নকল মোদি’
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘের আপত্তি
করোনায় চীনের অর্থনীতি টপকে যাবে যুক্তরাষ্ট্রকে 

পি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়