• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফের ভূমধ্যসাগরে গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২০, ২০:৫০
Turkey's Oruc Reis seismic vessel sets sail for E.Med
সংগৃহীত

পূর্ব ভূমধ্যসাগরে ফের গবেষণা জাহাজ পাঠাচ্ছে। সোমবার আন্তালিয়া বন্দর থেকে ছেড়ে যায় সিসমিক গবেষণা জাহাজ ওরুক রেইস। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ওরুক রেইসের মেইনটেনান্স শেষ হয়ে গেছে। এটা এখন পূর্ব ভূমধ্যসাগরে সিসমিক কর্মকাণ্ড চালাবে।

দোনমেজ বলেছেন, আমরা গবেষণা, ড্রিলিং এবং আমাদের অধিকার রক্ষায় কাজ করে যাবো। এসময় তিনি বলেন, যদি ওই এলাকায় প্রাকৃতিক সম্পদ থেকে থাকে তাহলে তা খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ তার দেশ।

পূর্ব ভূমধ্যসাগরে ১০ দিনব্যাপী ন্যাভটেক্স কার্যক্রম পরিচালনা করবে ওরুক রেইস। ন্যাভটেক্স হচ্ছে সামুদ্রিক যোগযোগ ব্যবস্থা। এর মাধ্যমে একটি জাহাজ কোনও একটি এলাকা তার উপস্থিতি জানান দেয়। এছাড়া অন্যান্য তথ্যও সরবরাহ করে।

কয়েক সপ্তাহ আগে পূর্ব ভূমধ্যসাগরের ওই এলাকায় সিসমিক গবেষণা এবং অনুসন্ধান শুরু করেছিল ওরুক রেইস। কিন্তু গ্রিসের সঙ্গে এ নিয়ে উত্তেজনা তৈরি হওয়ার পর ওরুক রেইসকে আন্তালিয়া বন্দরে ফিরিয়ে আনে তুরস্ক। তারা তখন জানিয়েছিল যে, মেইনটেনান্সের জন্য জাহাজটিকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
X
Fresh