• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মূর্তি উন্মুক্ত রেখেই সৌদি বাদশাহ’র বালি সফর

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ মার্চ ২০১৭, ০৯:০৩

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মূর্তিগুলো উন্মুক্ত রেখেই সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে সফর করতে হয়েছে হিন্দু অধ্যুষিত ও পর্যটন দ্বীপ বালি।

বাদশাহ’র সফরের সময় তার সম্মানে জাকার্তার ঐতিহ্যবাহী ভাস্কর্য ও দেবী মূর্তিগুলো ঢেকে দেয়া হলেও বালি দ্বীপের কর্তৃপক্ষ তা করতে অস্বীকৃতি জানান।

বালির স্থানীয় সরকারের মুখপাত্র দেভা মাহেন্দ্র বলেছেন, ওই ভাস্কর্য ও মূর্তি যেমন আছে তেমনই থাকবে। কারণ সেগুলোই তাদের সংস্কৃতি আর কৃষ্টির পরিচয় বহন করে।

এশিয়া সফরের অংশ হিসেবে গত ১ মার্চ ইন্দোনেশিয়ায় যান সৌদি বাদশাহ সালমান। গত অর্ধশতকের মধ্যে ইন্দোনেশিয়ায় কোনো সৌদি বাদশাহর এটাই প্রথম সফর।

রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিকতা শেষে হাজারের বেশি সফরসঙ্গী নিয়ে গেলো শনিবার থেকে বালি দ্বীপে অবকাশ কাটাচ্ছেন সৌদি বাদশাহ।

এমকে/ এফএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh