• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

থাইল্যান্ডে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১২:১২
Accident ground. Photo- AP
দুর্ঘটনা স্থল। ছবি- এপি

থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে প্রায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী। বাসে মোট ৬৫ জন যাত্রী ছিলেন।

রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।

জেলা চিফ অফিসার প্রথুয়েং ইউকাসেম থাইল্যান্ডের পিবিএস টিভিকে জানান, বৃষ্টি হচ্ছিল, সম্ভবত চালক ট্রেনটি দেখতে পাননি।

আরও পড়ুনঃ

ফ্রান্সে মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ১০ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে

জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চা চোয়েং সাও প্রদেশের একটি মন্দিরে যাচ্ছিলেন। রাজধানী ব্যাংকক থেকে রওনা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডে এই ধরনের মারাত্মক দুর্ঘটনাগুলো প্রায়ই ঘটে। বিশ্বের সবচেয়ে মারাত্মক রাস্তাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। এছাড়া দ্রুতগতি, মাতাল ড্রাইভিং এবং দুর্বল আইন প্রয়োগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ট্র্যাফিক মৃত্যুর হার রয়েছে।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের সঙ্গে ৫ সমঝোতা ও চুক্তি সই
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh