• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সবচেয়ে লম্বা পায়ের নারীকে চেনেন? (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২০, ১৭:৩২
Maci Currin
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করেন ম্যাকি কারিন। সম্প্রতি বিশ্বের দীর্ঘতম পা থাকার জন্যে গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠে এসেছে এই কিশোরীর।

১৭ বছরের ম্যাকির মোট উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি। মোট উচ্চতার ৬০ শতাংশই পায়ের উচ্চতা। তার বাম-পায়ের উচ্চতা ৫৩.২৫৫ ইঞ্চি ও ডান-পায়ের উচ্চতা ৫২.৮৭৪ ইঞ্চি। অর্থাৎ দু’টি পায়ের উচ্চতায় চার ফুটের বেশি।

চার ফুটের বেশি লম্বা পা নিয়ে দু’টি বিশ্ব রেকর্ড করেছে ক্যানি। প্রথমটি দীর্ঘতম পা-যুক্ত নারী ও দীর্ঘতম পা থাকা কিশোর/কিশোরী। এতদিন এই রেকর্ড ছিল রাশিয়ার একাটারিনা লিসিনার দখলে।

গিনেস বিশ্ব রেকর্ডে নাম লিখিয়ে খুশি ক্যানি। তবে লম্বা পা থাকার সুবিধা ও অসুবিধা দু’টোই রয়েছে বলে মনে করে সে।

আরও পড়ুন:
সনাতন ধর্মাবলম্বী নারীরা কেন শাঁখা পরেন? ইতিহাস যা বলে
অফিস সময়ে কী খাবেন?
হার্ট অ্যাটাক হলে যেভাবে দেবেন সিপিআর

২০১৮ সালে সে প্রথম বুঝতে পারে তার পা অন্যান্য সবার তুলনায় অনেকটাই বড়। তার পরই গিনেস বিশ্ব রেকর্ডে আবেদনের কথা ভাবেন।

এরইমধ্যেই টিকটকে বেশ জনপ্রিয় ম্যাকি। ভবিষ্যতে মডেলিং করতে চান তিনি। বিশ্বের দীর্ঘতম মডেল হওয়ার রেকর্ডও নিজের দখলে রাখতে চান তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
X
Fresh