• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নির্যাতিত গৃহকর্মীদের জন্য রিয়াদে সেফহোম

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ মার্চ ২০১৭, ১১:৪৮

সৌদি আরবের রিয়াদে ক্ষতির শিকার নারী গৃহকর্মীদের আইনি সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। আর সাহায্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে সিলেট বিভাগ প্রবাসী পরিষদ।

সৌদি আরবে গিয়ে নির্যাতন-বঞ্চনার শিকার হয়ে নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে আসেন অনেক গৃহকর্মী। তাদের জন্য রিয়াদে সেফহোম খুলেছে বাংলাদেশ দূতাবাস।

রিয়াদ, জেদ্দা, দাম্মামের দূতাবাস ও কনস্যুলেট থেকে সেফহোমে আশ্রয় নেয়া নারীদের সংখ্যা সহস্রাধিক। তাদেরকে আইনি সহায়তা দেয়া হচ্ছে।

সম্প্রতি এসব গৃহকর্মীর প্রতি সাহায্যের হাত বাড়ায় সিলেট বিভাগ প্রবাসী পরিষদ। এমন উদ্যোগকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, প্রবাসীরা সব সময় দূতাবাসকে সহায়তা করছে। দূতাবাসের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে।

আগামীতেও সংগঠনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছেন সবাই।

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh