• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনশন ভাঙলেন ‘লৌহমানবী’

অনলাইন ডেস্ক
  ১০ আগস্ট ২০১৬, ১২:১৭

অনশন ভাঙলেন ‘লৌহমানবী’ খ্যাত ভারতের মনিপুর রাজ্যের মানবাধিকারকর্মী ইরম চানু শর্মিলা। সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে ১৬ বছর আগে অনশন শুরু করেন তিনি। অবশেষে মঙ্গলবার তা ভাঙলেন।

অনশন ভাঙলেও লড়াই থামছে না শর্মিলার। রাজনীতির মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে চান তিনি। আগামি বছর রাজ্য বিধানসভার নির্বাচনে লড়বেন। হতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী।

গেলো ১৬ বছরে শর্মিলার অনশন ঘিরে রাজ্যে মানবাধিকার আন্দোলন জোরালো হয়। সরকারও বদল হয়েছে বহুবার। কিন্তু সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন তুলে নেয়া হয়নি।

এছাড়া দীর্ঘদিনের পত্রবন্ধু ব্রিটিশ নাগরিক কোটিনহোকে বিয়ের কথা জানান তিনি।

২০০০ সালে অনশন শুরু করেন এ লৌহমানবী। শারীরিক অবস্থার অবনতি হলে সরকারের নির্দেশে নাকে নল ঢুকিয়ে তরল খাবার দেয়া শুরু হয় শর্মিলাকে। চলে ১৪ বছর। ২০১৪ সালে তার নাকের নল খুলে ফেলার নির্দেশ দেন আদালত।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh