• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০১৭, ১১:২৪

জাতিসংঘের নিষেধ উপেক্ষা করে ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, সকালে জাপান সাগরে ৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যার তিনটিই ব্যর্থ হয়েছে।

সফল ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরে জাপানের অর্থনৈতিক এলাকায় গিয়ে পড়ে বলে দাবি করেন অ্যাবে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, চীন সীমান্তের কাছে তংচাংরি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তা জানতে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়া।

এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। গেলো মাসে নতুন ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh