• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩
saudi, huti,
ড্রোন হামলার পর

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রিয়াদের গুরুত্বপূর্ণ টার্গেটে এই হামলা চালানো হয় বলে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রয়টর্সের খবরে আরও বলা হয়, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদের দিকে ধেয়ে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয় ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে বেসামরিক টার্গেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

এদিকে হুথি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একটি দুল-ফাক্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি সামাদ-৩ ড্রোন দিয়ে তার হামলা করেছে।

টুইটারে দেয়া বিবৃতিতে সারিয়া আরও বলেন, দেশের বিরুদ্ধে শত্রুদের অব্যাহত অবরোধ এবং স্থায়ী উসকানির জবাবে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন অব্যাহত থাকলে আরও হামলা চালানোর অঙ্গীকার করেন তিনি।

২০১৫ সালে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh