• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১১
Pakistani Christian sentenced to death for blasphemous texts
সংগৃহীত

ধর্ম অবমাননার ঘটনায় আসিফ পারভেজ নামের একজন খ্রিস্টান ব্যক্তিকে মৃত্যুর দণ্ডের সাজা দিয়েছে পাকিস্তানের একটি আদালত। লাহোরের একটি আদালত এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছে ওই ব্যক্তির আইনজীবী। খবর আল জাজিরার।

পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের এটা সর্বশেষ ঘটনা। ৩৭ বছর বয়সী পারভেজ ২০১৩ সাল থেকে পুলিশের হেফাজতে রয়েছেন।

তার আইনজীবী সাইফ-উল-মালুক বলেছেন, তার বিরুদ্ধে ‘ধর্ম অবমাননামূলক’ টেক্সট পাঠানোর অভিযোগ রয়েছে। কর্মক্ষেত্রে নিজের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওই টেক্সট পাঠিয়েছিলেন বলে জানা গেছে।

তবে পারভেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু আদালত তার সাক্ষ্য নাকচ করে দিয়ে মঙ্গলবার পারভেজকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

মালুক বলেন, একটি হোসিয়ারি ফ্যাক্টরি কাজ করতেন পারভেজ। সেখানকার একজন সুপারভাইজার পারভেজের বিরুদ্ধে অভিযোগ করেন।

তবে পারভেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন যে, ওই ব্যক্তি তাকে মুসলিম বানানোর চেষ্টা করছিল। তিনি আমি কাজ ছেড়ে দিই এবং ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh