• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শিগগিরই শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-কাতার ফ্লাইট 

কাতার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৫
Biman Bangladesh Airlines
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ঢাকা থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দোহা নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিমানের কাতার শাখার পরিচালক রেজাউল আহসান।

বিমান আগেই জানিয়েছিল, আগামী ৭ সেপ্টেম্বর থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে কাতারপ্রবাসী যাত্রীদের জন্য। তবে প্রথমদিকে কাতারের দোহা থেকে এখন সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে ইউ এস বাংলা এয়ারলাইনস। আগামী কিছুদিন পর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও সোমবার এই দুটি ফ্লাইট দোহা থেকে ঢাকায় যাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে বলে জানা গেছে।

তবে কাতার এয়ারওয়েজ দোহা থেকে এখনো কোনো কাতারপ্রবাসী যাত্রী গ্রহণ করছে না। কবে থেকে তা শুরু হবে, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের কাতার আইডি নবায়নের সুযোগ

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh