• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সামরিক ব্যয় বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০১৭, ১৭:৩২

আমেরিকার সামরিক ব্যয় বাড়ানোর সিন্ধান্ত পুরনো খবর।নতুন খবর হলো একই পথে হাঁটছে চীনও। দেশটি তাদের সামরিক খাতের বাজেট ৭ শতাংশ বৃদ্ধি করতে যাচ্ছে।

শনিবার বিবিসি এ খবর প্রকাশ করে।

চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসকে সামনে রেখে এ ঘোষণা দেয়া হয়।

গেলো কয়েক বছরে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সামরিক বাহিনীকে আধুনিক করার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে চীন।

তবে যুক্তরাষ্ট্রের চেয়ে এখনো তাদের সামরিক ব্যয় অনেক কম। এদিকে, দু’বছরে চীনের সামরিক বাজেট ১০ শতাংশেরও বেশি বেড়েছে।

চীন সরকারের মুখপাত্র ফু উইং বললেন, চীনের জিডিপি থেকে ১ দশমিক ৩ শতাংশ ব্যয় বাড়বে। আত্মরক্ষার জন্যই সামরিক বাহিনীর দিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা শান্তি চাই। তবে একইসঙ্গে নিজের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবো আমরা।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh