• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাইপ্রাসের কাছে তুমুল সামরিক মহড়া তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ আগস্ট ২০২০, ১৮:০৮
turkey,
ছবি সংগৃহীত

সাম্প্রতিককালে পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পায়। আর এই ঘটনার পর তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে। বিষয়টিকে কেন্দ্র করে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

ভূমধ্যসাগরে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে গ্রিস।

এরই মধ্যে শুক্রবার রাতে দেয়া এক ঘোষণায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে টানা দুই সপ্তাহ সামরিক মহড়ার করবে তুরস্ক। শনিবার থেকে শুরু হওয়া এ মহড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে এই উত্তেজনার মধ্যেই এ সামরিক মহড়ার ঘোষণা দিলো তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তাদের বেশ কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান গ্রিসের ৬টি এফ-১৬ জঙ্গিবিমানকে তুরস্ক কাজ করছে এমন একটি এলাকায় প্রবেশ করতে দেয়নি।

এরপর শনিবার থেকে উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহের মহড়ার প্রস্তুতি নিতে নৌ সেনাদের নির্দেশ দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
X
Fresh