• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে গুলির ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ২

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২০, ০৩:২৫
ফাইল ছবি

উইসকনসিন রাজ্যের কেনোশা শহরে পুলিশের গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ আহত হওয়ার পুলিশের সাথে সংঘর্ষে ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতের এ সংঘর্ষের ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ হামলার সঙ্গে কে বা কারা জাড়িত সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিবিসির খবরে বলা হয়, গত রোববার পুলিশের গুলিতে জ্যাকব ব্লেক নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি তার শিশুসন্তানের সামনে গুলিবিদ্ধ হন।

পরে হাসপাতালে তার চিকিৎসা হলে তিনি প্রাণে বেঁচে গেলেও পঙ্গু হয়ে যান। গাড়িতে থাকা ব্লেকের ছেলেও পাকস্থলীতে গুলিবিদ্ধ হয়েছে।

ওই রাতেই শহরটিতে পুলিশের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের ডাকা কারফিউ উপেক্ষা করেই সোম ও মঙ্গলবার রাতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

এর আগে কয়েকশ’ বিক্ষোভকারী শহরে মিছিল করে। তাদের একটি দল পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও পানির বোতল ছুঁড়ে মারে। জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পোর্টল্যান্ড, অরিগন ও মিনিপোলিস শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh