• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চীনে নতুন করে ৪৩ জন করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২০, ১৩:৫০
China reports 43 new coronavirus cases in mainland
রয়টার্স থেকে নেয়া

চীনের মূল ভূখণ্ডে গতকাল ২ আগস্ট নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর আগের দিন দেশটিতে ৪৯ জন করোনা রোগী পাওয়া গিয়েছিল। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ৩৬ জন ব্যক্তি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর মধ্যে ২৮ জন জিনজিয়াংয়ের বাসিন্দা। আর অন্য সাতজন বিদেশ থেকে দেশে ফেরার পর তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এর আগের দিন ৩৩ জন ব্যক্তি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছিলেন। আর বাকি ১৬ জন বিদেশ ফেরত ছিলেন।

এছাড়া নতুন করে ১১ জন উপসর্গহীন রোগী পাওয়া গেছে বলেও জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর আগের দিন ২০ জন উপসর্গহীন রোগী শনাক্ত করা হয়েছিল। উপসর্গহীন রোগীর শরীরে করোনার লক্ষণ দেখা না যাওয়ার আগ পর্যন্ত তাদের নিশ্চিত করোনা রোগী হিসেবে বিবেচনা করে না চীন।

উল্লেখ্য, চীনে এ পর্যন্ত ৮৪ হাজার ৪২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ৬৩৪ জন মারা গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
ঢাকা সফরে আসছে চীনের দুই প্রতিনিধিদল
X
Fresh