• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন সম্মেলনে গণমাধ্যম নিষিদ্ধ

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ২১:৪৩
Donald TRUMP,
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে ২৪ আগস্ট। এদিন রিপাবলিকান দলের প্রার্থী সম্মেলন অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার চার্লটে৷ এখন পর্যন্ত এককভাবে দলটির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

এ সম্মেলনে রিপাবলিকান দলের ৩৩৫ ডেলিগেট উপস্থিত হয়ে ২,৫০০ জনের ভোট প্রদান করবেন। স্বাস্থ্যবিধির কারণে সবাই উপস্থিতি থাকছেন না।

তবে রিপাবলিকান দলের পক্ষ থেকে এ সম্মেলনে গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে না জানানো হয়েছে।

করোনাভাইরাসের স্বাস্থ্যবিধির কারণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মনোনয়নে ভোট গ্রহণের সময় গণমাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ থাকছে বলে জানানো হয়।

বিবিসি বলছে, রিপাবলিকান জাতীয় সম্মেলনের মুখপাত্র এটি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই জানান রিপাবলিকান দলের মুখপাত্র।

এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

আরও পড়ুন: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যে জাপান-ভারতের প্রতিবাদ 
৩০ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
বিডিআর বিদ্রোহের সময় সরকারের ভেতর কী চলছিল, কীভাবে সামাল দিয়েছিল?
X
Fresh