logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭

রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন সম্মেলনে গণমাধ্যম নিষিদ্ধ

  আরটিভি নিউজ

|  ০২ আগস্ট ২০২০, ২১:৪৩ | আপডেট : ০২ আগস্ট ২০২০, ২১:৫১
Donald TRUMP,
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে ২৪ আগস্ট। এদিন রিপাবলিকান দলের প্রার্থী সম্মেলন অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার চার্লটে৷ এখন পর্যন্ত এককভাবে দলটির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

এ সম্মেলনে রিপাবলিকান দলের ৩৩৫ ডেলিগেট উপস্থিত হয়ে ২,৫০০ জনের ভোট প্রদান করবেন। স্বাস্থ্যবিধির কারণে সবাই উপস্থিতি থাকছেন না।

তবে রিপাবলিকান দলের পক্ষ থেকে এ সম্মেলনে গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে না জানানো হয়েছে।

করোনাভাইরাসের স্বাস্থ্যবিধির কারণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মনোনয়নে ভোট গ্রহণের সময় গণমাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ থাকছে বলে জানানো হয়।

বিবিসি বলছে, রিপাবলিকান জাতীয় সম্মেলনের মুখপাত্র এটি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই জানান রিপাবলিকান দলের মুখপাত্র।

এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

আরও পড়ুন: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়