• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হানার আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২০, ১৩:৫৬
Hurricane hit in the United States
ছবি- সংগৃহীত

করোনার থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মহামারীতে যখন প্রতিদিন হাজারো মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন ঠিক তখনই আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হানা।

টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে ঝড়টি।

কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের তাণ্ডব চালানো শুরু করেছে। তাই দক্ষিণাঞ্চলের ৩২টি কাউন্টিতে দুর্যোগের ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

তিনি বলেছেন, যে কোনও ঘূর্ণিঝড়ই চ্যালেঞ্জ নিয়ে আসে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে প্রশাসন।

এদিকে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, হানা এখন এক মাত্রার হারিকেনের পর্যায়ে আছে। যা পাঁচ ধাপের মধ্যে সর্বনিম্ন মাত্রা।

এরইমধ্যে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, টেক্সাসের উপকূল এলাকায় জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে।

এদিকে হারিকেন ডগলাস ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এনএইচসি। যাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

আরও পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh