• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মাদকের বলী রিফাত শরীফ, ঘটনাচক্রে মিন্নি!

মনির হোসেন কামাল, বরগুনা

  ২১ জুলাই ২০১৯, ১৬:২২
রিফাত শরীফ হত্যা
রিফাত শরীফ হত্যা

বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার নেপথ্যে মাদকের বিষয়টিই আলোচনা হচ্ছে। কেননা রিফাত হত্যার সাথে জড়িতরা সবাই মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তারা সবাই ০০৭ বন্ড বাহিনীর সদস্য।

রিফাত শরীফ হত্যার পরে অংক মেলানো যাচ্ছিলো না। আয়শা সিদ্দিকী মিন্নির সঙ্গে নয়ন বন্ডের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণেই জন্য যদি হত্যাকাণ্ডটি হয়ে থাকে, তবে রিফাত ফরাজী ও রিশান ফরাজী কেন রিফাত শরীফকে কোঁপাবে? রিফাত ফরাজী কেন আগে দৌড়ে রামদা নিয়ে আসলো?

আয়শা সিদ্দিকা মিন্নির গ্রেপ্তারের আগেই বলেছিল, তাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। তার পরিবারের সদস্যরাও দাবী করেছেন, রিফাত শরীফ হত্যার সঙ্গে একাধিক ঘটনা জড়িত। তার মধ্যে রিফাত হত্যার দুদিন আগের একটি ঘটনা ও দেড় মাস আগের আরেকটি ঘটনা প্রাধান্য পাচ্ছে।

রিফাত শরীফ, রিফাত ফরাজী, নয়ন বন্ডসহ ০০৭ বাহিনীর সদস্যরা একত্রেই মাদক সেবন ও ব্যবসা করতো। এক সময় তারা একত্রেই চলাফেরা করতো। এমনটি একটি মাদকের মামলায় রিফাত শরীফ ও রিফাত ফরাজী একত্রে আসামি ছিল।