logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১৮৯০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

চীনে বেশিরভাগ মানুষের আগ্রহ সরকারি হাসপাতালে (ভিডিও)

আতিকা রহমান, চীন থেকে ফিরে
|  ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৪৪ | আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩
চীনের কুনমিং প্রদেশের বেশিরভাগ মানুষের আগ্রহ সরকারি হাসপাতালে। এসব  হাসপাতালে মানসম্মত সেবা পাওয়ায় বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে না।

অথচ এর বিপরীত চিত্র বাংলাদেশে। চীনে চিকিৎসা নেয়া বাংলাদেশি রোগীরা বলছেন, সদিচ্ছা থাকলে বাংলাদেশেও সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা দেয়া সম্ভব।

চীনের কুনমিং প্রদেশের প্রথম সরকারি হাসপাতাল,  ক্যালমেট ইন্টারন্যাশনাল হাসপাতাল। অত্যাধুনিক চিকিৎসা ও উন্নত সেবার বিশাল পরিসরে তৈরি  হাসপাতালটিতে আছে নির্মল পরিবেশ। হাজার হাজার রোগীর পদচারণা, তবু প্রতিটি স্থান, ঝকঝকে-তকতকে। অবকাঠামো ও ভেতরের পরিবেশ দেখে মনে হবে, যেন পাঁচ তারকা হোটেল।

হাসপাতালে আছে এক ঝাঁক সদা হাস্যজ্বল তরুণী সেবিকা। কুনমিংয়ের নাগরিকরা মনে করেন, তারা কম খরচে সরকারি হাসপাতালে ভালোমানের সেবা পান।

হাসপাতাল র্কতৃপক্ষ জানালেন, কম খরচে চীনের সব শ্রেণি-পেশার মানুষকে  ভালো চিকিৎসা দেয়াই তাদের লক্ষ্য।

দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা হাসপাতালের পরিবেশ, চিকিৎসক ও স্টাফদের আন্তরিক ব্যবহারে অভিভূত।

বললেন, বাংলাদেশে সরকারি হাসপাতালে এমন সুবিধা থাকলে বেসরকারি হাসপাতালে ছুটতে হতো না।  

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতও যুগোপযোগী হবে বলে আশা তাদের।

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৬৬৭৪ ১৪১৭৫০ ৩২৬৭
বিশ্ব ১৮৭২২০৯০ ১১৯৩৬৭৬৪ ৭০৪৬৭৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • এক্সক্লুসিভ এর সর্বশেষ
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়