• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে এলপি গ্যাসের সিলিন্ডার সংকট

মেহেরপুর প্রতিনিধি

  ০৩ নভেম্বর ২০১৬, ১৫:৫৭

মেহেরপুরে দেখা দিয়েছে এলপি গ্যাসের সিলিন্ডার সংকট। এ সুযোগে সিলিন্ডার প্রতি ৮শ’ থেকে ১ হাজার টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান ব্যবহারকারীরা।

মেহেরপুরে দিন দিন বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। বাসা বাড়ি, হোটেল-রেস্তোরা আর চায়ের দোকানসহ নানা কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়। কিন্তু সরবরাহের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় বাজারে দেখা দিয়েছে সিলিন্ডার সংকট। এ সুযোগে সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। মাত্র দু’ মাসের ব্যবধানে গ্যাস ভর্তি নতুন সিলিন্ডারের দাম বেড়েছে ৮শ’ থেকে ১ হাজার টাকা।

স্থানীয় ডিলারদের কাছ থেকে খালি সিলিন্ডার নিয়ে রিফুয়েলিং দিচ্ছে কোম্পানি। আসছে জানুয়ারির আগে নতুন সিলিন্ডার সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছে কোম্পানির প্রতিনিধিরা।

দ্রুত সহনীয় দামে নতুন সিলিন্ডার সরবরাহের দাবি জানান ভোক্তা অধিকার সংগঠনের সভাপতি।

এদিকে বাজার স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামার আশ্বাস দেন জেলা প্রশাসক।

ডিএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh