• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

আরটিভি নিউজ ডেস্ক

  ০৪ অক্টোবর ২০২১, ১০:৪৭
বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলার পর গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে যায় হামলাকারীরা।

ঘটনার প্রতিক্রিয়ায় টিউলিপ বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও কোনোকিছু গাড়ি থেকে চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন।

বাংলাদেশি বংশদ্ভূত এ ব্রিটিশ সংসদ সদস্য আরও বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে, এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি টার্গেট করে হামলা। তবে এ রকম হেনস্থা করে আমাকে দায়িত্ব থেকে সরানো যাবে না। আমি কাজ করে যাব।
এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সঙ্গে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিককে।

টিআই/

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh