logo
  • ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

ইভ্যালি থেকে ভিভোর পণ্য কিনলেই গিফট বক্স

আরটিভি অনলাইন ডেস্ক
|  ১৯ মে ২০১৯, ১৭:৫১
ঈদে ক্রেতাদের জন্য বড় ধরনের অফার নিয়ে এসেছে প্রযুক্তি নির্মাতা কোম্পানি ভিভো। এই ঈদে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল ইভ্যালি থেকে ভিভোর পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে ঝড়ো অফার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে ইভ্যালি থেকে ভিভো কোম্পানির vivo V15, V15 PRO, Y17 বা Y95 হ্যান্ডসেট কিনলেই ক্রেতারা ভিভো গিফ্‌ট বক্স এবং ভিভো ব্যাগ একদম ফ্রি পাবেন।

গত ১৫ মে থেকে এই অর্ডার নেয়া শুরু হয়েছে ইভ্যালিতে। এটি চলবে আগামী ২০ মে পর্যন্ত।

ইভ্যালির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ইভ্যালির নিজস্ব কার্যালয়ে ইভ্যালি এবং ভিভোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির মাধ্যমে এখন থেকে ইভ্যালিতে ভিভোর সকল পণ্য পাওয়া যাবে।

ই-ভ্যালি কর্তৃপক্ষ জানিয়েছে, বিকাশের মাধ্যমে টাকা প্রদান করলে ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। একদিনে সর্বোচ্চ ৩০০ টাকা এবং একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত অর্থ পাবেন ক্রেতারা।

এছাড়া ভিসা বা মাস্টারকার্ড পেমেন্টের ক্ষেত্রে মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক। গ্রাহকরা সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ১০ শতাংশ ক্যাশব্যাক তো থাকছেই।

অফার ও স্টক শেষ হবার আগেই এক্ষুনি অর্ডার করুন আপনার ফোনটি। এই ঠিকানায় প্রবেশ করে পণ্য সম্পর্কে জানা যাবে https://evaly.com.bd/shop/evaly-vivo-official-store

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়