• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রগতিশীল জাতি গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ: মোরশেদ আলম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৭

সুস্থ‍-সুন্দর জাতি গঠনে আওয়ামী লীগের স্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার- এমনটা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বললেন, সরকার সে লক্ষ্যেই প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে কাজ করছে। আর উদার সংস্কৃতিমনা ও প্রগতিশীল জাতি গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানালেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘আরটিভি-এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০১৯’অনুষ্ঠানে এসব কথা বললেন তারা।

একজনের ভালো কাজ আরেকজনকে প্রভাবিত করে। এভাবে এক-দুই করে সবার ভালো কাজ মিলে গড়ে তোলা সম্ভব আগামীর উন্নত বাংলাদেশ। এই এক-দুয়ের ভালো উদ্যোগগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে আরটিভি ও এসএমসি’র যৌথ উদ্যোগের ফসল ‘আরটিভি-এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০১৯’।

ভালো কাজের মূল্যায়ন কেবল একটি পদকের মাধ্যমে সম্ভব না, এমনটা জানিয়ে সহযোগী প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রত্যাশা ছিল ভালো কাজগুলো ছড়িয়ে যাক সবার মধ্যে।

প্রথমবারের মতো, দ্বিতীয় আয়োজনেও ছয় ক্যাটাগরিতে একটি প্রতিষ্ঠানসহ মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও বিশেষ অতিথি আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম শিশু অধিকার রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা জানান।

অনুষ্ঠানের শুরুতে এবং পদক বিতরণীর ফাঁকে ফাঁকে ছিল আগত অতিথিদের জন্য বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

পি

মন্তব্য করুন

daraz
  • আরটিভি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউ’র নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
X
Fresh