• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মোমবাতি জ্বালিয়ে শহিদদের স্মরণ : আঁধার কাটুক হাজার আলোয়

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০১৯, ১০:৪২

২৫ মার্চ কলঙ্কিত কাল রাত্রি। রাত ১২টায় ‘আঁধার কাটুক হাজার আলোয়’ শিরোনামে মোমবাতি জ্বালিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড- আরটিভি। এ সময় কবিতা, আবৃত্তি, নৃত্য আর গানে ফুটিয়ে তোলা হয় কালরাত্রির ভয়াবহতা। অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনেরা জানান, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি।

কাল রাত্রি স্মরণে রাত ১২ টায় মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় অন্ধকার অমানিশার আধাঁর দূর করে আলো ছড়াতে নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা করেন বিশিষ্টজনরা।

মহান আন্তর্জাতিক মাতৃভাষার সঙ্গে গণহত্যা দিবসেরও আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান বক্তারা।

গণহত্যা দিবসেরও আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে দেশ এক নতুন মাত্রায় পৌঁছাবে বলেও মনে করেন, বক্তারা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গণের অভিনয়, সঙ্গীত ও কন্ঠ শিল্পীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দীক, কবি আসাদ চৌধুরী, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আরটিভি এর পাঠক প্রিয়
X
Fresh