• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘গাঙকুমারী’র খোঁজে তুহিন

বিনোদন ডেস্ক

  ২০ জুলাই ২০২০, ১৬:১৮
Tuhin,
ছবিতে ফজলুল কবীর তুহিন।

২০১৯-২০২০ অর্থ বছরে নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ‘গাঙকুমারী’চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনায় করছেন ফজলুল কবীর তুহিন। চলচ্চিত্রের সব পাত্র-পাত্রী পেলেও ‘গাঙকুমারী’র চরিত্রে কোনো শিল্পীকে পাননি তিনি।

পরিচালক বলেন, ‘এররই মধ্যে ছবির গল্প তৈরি করেছি। এখন চিত্রনাট্যের কাজ চলছে। আগামী অক্টোবরে আমরা শুটিং করার চিন্তা করছি। ঈদের আগেই আমরা ছবির টিম নিয়ে লোকেশন দেখতে যাবো। তবে ছবির মূল চরিত্রে নায়িকা হিসেবে অভিনয় করার জন্য আমরা ‘গাঙকুমারী’কে এখনো ফাইনাল করিনি। বিষয়টি নিয়ে আমাদের চলচ্চিত্রের ‘গাঙকুমারী’ পেইজে বিজ্ঞপ্তি দিয়েছি। আগ্রহীরা আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন।

জানা গেছে, বাংলাদেশের ভাটি অঞ্চলের ১৮-১৯ বছরের এক জেলেকন্যা ‘গাঙকুমারী’। ভাটি অঞ্চলের নদী, পানি, গাছ, পাখি ও আকাশের সঙ্গে প্রকৃতির অংশ হিসেবেই বিরাজ করে, গাঢ় শ্যামল রঙের এই মেয়েটি। শাপলা ফোটা নদীর বুকে বেড়ে ওঠা, অত্যন্ত স্বল্পভাষী এই মেয়েটির জীবন নানা বাঁকে নানা ঘটনার মধ্যে দিয়ে বয়ে চলে এবং এর ভেতর দিয়ে উঠে আসে বাংলার সমাজ ও সংস্কৃতির জলছবি।

এমন চরিত্রের জন্য অভিনয় গুণ সম্পন্ন শিল্পী প্রয়োজন। আগ্রহীদের ‘গাঙকুমারী’ পেইজের ইনবক্স করতে বলা হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh