• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৃদ্ধ মাস্ক বিক্রেতার পাশে দেব

বিনোদন ডেস্ক

  ১৫ জুলাই ২০২০, ১৬:৪৮
dev
ছবি সংগৃহীত

অভাব তার নিত্যসঙ্গী। নুন আনতে পান্তা ফুরোয়। বয়স আশি ছুঁইছুঁই হবে। হাঁটতে গেলে সঙ্গী ক্রাচ। এই বয়সেও পেটের দায়ে রাস্তায় নামতে হয়েছে বেলঘড়িয়ার অমলকে।

রাজনৈতিক নেতাকর্মীদের দুয়ারে ঘুরেও সাহায্য মেলেনি তার। এমন অবস্থায় পথে ফেরি করে আয় হয় দু’অতি সামান্য। সোশ্যাল মিডিয়াতে সেই অমলের কথা পারেন সাংসদ-অভিনেতা দেব। খবর ভারতীয় গণমাধ্যমের।

ওই বৃদ্ধের কষ্ট তার মনেও দাগ কাটে। তাইতো নিজেই অমলের সঙ্গে যোগাযোগ করে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন তৃণমূল সাংসদ।

বর্তমান করোনার এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করেও গোটা বেলঘড়িয়া জুড়ে হেঁটে হেঁটে মাস্ক বিক্রি করেন অমল।

অমলের ছেলে জানিয়েছেন, সাংসদ-অভিনেতা দেবের ব্যক্তিগত সচিব ফোন করে যোগাযোগ করেছেন।

প্রসঙ্গত, লকডাউনে দেবের হাত ধরেই বাড়ি ফিরেছেন বিভিন্ন রাজ্যে কাজ করা অগণিত বাঙালি পরিযায়ী শ্রমিকেরা। দেবের সহযোগিতায় নেপাল, রাশিয়া, দুবাই থেকেও শ্রমিকদের ফিরিয়ে আনা হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 
গরমে প্রশান্তি দেবে তেঁতুল গুড়ের শরবত
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ডিজিকন, নেবে ১০০ জন
X
Fresh