logo
  • ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫০ জন, আক্রান্ত ১৯১৮ জন, সুস্থ হয়েছেন ১৯৫৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আসিফের বিরুদ্ধে যে কারণে মামলা নেয়নি পুলিশ

আরটিভি নিউজ
|  ০৪ জুলাই ২০২০, ১৮:১৮ | আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৯:২২
asif akbar, munni,
ছবিতে আসিফ-মুন্নি ।
জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে গায়িকা দিনাত জাহান মুন্নির ‘মামলা’র ইস্যু এখন মিউজক ইন্ডাস্ট্রির বড় খবর। একসঙ্গে এতো গান করার পরেও কেন হঠাৎ তাদের পথ আলাদা হয়ে গেল। সেই প্রশ্ন অনেকের মনে।

এদিকে গেল বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল থানায় আসিফ আকবরের বিরুদ্ধে মানহানি ও সাইবার বুলিংয়ের  এই গায়িকা জিডি করেছেন নিশ্চিত করেছেন ওসি আব্দুর রশিদ।

জানা গেছে, আসিফের বিরুদ্ধে মামলা করতে চাইলেও ফেসবুক স্ট্যাটাসে তার (মুন্নির) নাম এড়িয়ে যাওয়ায় মামলা করতে পারেননি গায়িকা।

আসিফ কয়েকদিন ধরে ফেসবুকে তার নাম না নিলেও ‘তাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ’স্ট্যাটাস দিচ্ছেন বলে অভিযোগ তুলে মুন্নি বলছেন, বিষয়টি তার জন্য মানহানিকর। সেই সঙ্গে ‘সাইবার বুলিংয়েরও’শিকার হচ্ছেন তিনি।

এর আগে শনিবার দুপুরে আরটিভি নিউজকে আসিফ আকবর বলেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে সিনিয়র-জুনিয়রদের কেন্দ্র করে এক ধরনের গ্রুপিং শুরু হয়। কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎসহ সিনিয়রদের দাবি নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। একই দাবি অনেক প্রয়াত শিল্পীর পরিবার ও সন্তানরা তুলেছেন। এখন কেউ যদি মনে করে আমি তাকে ইঙ্গিত করে ফেসবুক পোস্ট দিয়েছি সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। কারণ আমি আমার পোস্টে কারও নাম উল্লেখ করিনি। এভাবে ভাবলে হয়তো দেশের ১৬ কোটি মানুষই মনে করতে পারেন আমি তাদের সবার বিরুদ্ধে বলেছি।

এম/সি/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৪০২০ ১৩৯২৫৩ ৩২৩৪
বিশ্ব ১৮২৫২২৭৫ ১১৪৫৫৭৮০ ৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়