• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০২০, ১১:৪৯
Rezwana Choudhury Bannya,
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এখন তিনি সুস্থ আছেন।

রোববার রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, ১২ দিন আগে করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে শরীরের অবস্থা এখন ভালো।

জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আগামী মঙ্গলবার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হবে তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেলেও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনও গেয়েছেন। ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্ম নেওয়া বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের সান্নিধ্য লাভ করেন।

রেজওয়ানা চৌধুরী বন্যা সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা। রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান।এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 
যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার
X
Fresh