• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যার সিনেমা ‘শকুন্তলা দেবী’ মুক্তি পাবে অনলাইনে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ২২:০১
Vidya Balan,
ছবি সংগৃহীত

করোনা বিনোদন জগতে বিরাট আঘাত ফেলেছে। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শকুন্তলা দেবী’ অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে।

গেল শুক্রবার টুইটারে করে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বিদ্যা জানালেন, ‘শকুন্তলা দেবী’ অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। তবে এখনই মুক্তির দিন জানানো হয়নি।

অনু মেনন পরিচালিত সিনেমায় বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সানিয়া মালহোত্রা ও অমিত সাধ।

এর আগে সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ সিনেমাটি এই একই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়।

এদিকে দীর্ঘদিন লকডাউনের জন্য জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’, অনুরাগ কাশ্যপের ‘লুডো’-ও মুক্তি পেতে পারে অনলাইনে এমনটাই শোনা যাচ্ছে।

তবে যদি একের পর এক সিনেমা অনলাইনে মুক্তি পায় তাহলে সিনেমা হল মালিকরা ক্ষতির সম্মুখীন হবেন। অন্যদিকে করোনার সংকট কাটিয়ে সব কিছু আবার কবে স্বাভাবিক হবে একথা ভেবে অনেকেই অনলাইনে সিনেমা মুক্তি দেওয়া আদর্শ বলে ভাবছেন।

২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক বিদ্যার। তবে ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করে।

এরপর হেই বেবি, কিসমত কানেকশন, ব্ল্যাক কমেডি ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার, কাহানি একে একে অনেক ছবিতেই দেখা গেছে তাকে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
X
Fresh