• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চেয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতির চিঠি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০২০, ১৭:০৭
চলচ্চিত্র প্রযোজক সমিতি
ছবিতে চলচ্চিত্র প্রযোজক সমিতি

২০২০ সালকে বলা হচ্ছিলো চলচ্চিত্রের সুদিন ফিরে আসার বছর। বিগ বাজেটের বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় ছিল। একই সঙ্গে ভালো ছবি নির্মাণের একটা তাগিদ সবার মধ্যে দেখা গেছে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউই।

করোনা সংক্রমণের কারণে ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সিনেমা হল। সব মিলিয়ে ক্ষতির মুখে আছেন প্রযোজক, প্রদর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই।

সরকার একাধিক খাতে প্রণোদনা ঘোষণা করলেও কিছুই পায়নি বিনোদন অঙ্গন। এবার আর্থিক প্রণোদনা চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, ‘এই চিঠিটি শুধু আমাদের তরফ থেকে একা দিয়েছি বললে ভুল হবে এটি চলচ্চিত্র পরিবার অর্থাৎ এখানকার সকল সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছে। গত বুধবার (৬ মে) এ চিঠি দেওয়া হয়েছে।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh