• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে নেটফ্লিক্স, অ্যামাজনে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা  

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ২১:১১
লকডাউন, নেটফ্লিক্স, অ্যামাজন, মুক্তি, সিনেমা  
মানি হেস্ট'র পোস্টার।

করোনার ঘরবন্দী বিশ্বের অনেক দেশের মানুষ। অনেকেই বাসা থেকে অফিসের কাজ করছেন আবার অনেকেই বসে বসে বন্দী জীবন পার করছেন। বিনোদন বলতে পারিবারের সদস্যদের সঙ্গে সময় পার করা, টেলিভিশন দেখা ও অনলাইনে থাকা। বন্ধের এই সময় মানুষ যেহেতু বাড়িতে অবস্থান করছেন আর যেহেতু বিশ্বের সিনেমা হলগুলো বন্ধ, দর্শকরা হলে যেতে পারছেন না তাই অনলাইন প্লাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে বেশ কিছু চলচ্চিত্র। নেটফ্লিক্স, অ্যামাজনের মতো প্লাটফর্মে এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে বেশ কিছু সিনেমা।

চলুন দেখে নিই কিছু সিনেমার তালিকা-

আশা নেগি ও শরমন যোশী অভিনীত বারিস, দ্বিতীয় সিজন নিয়ে ফিরে এসেছে। দেখা যাবে অল্ট বালাজিতে।

'হিট' হোমিসাইড ইন্টারভেনশন টিম নিয়ে এই ছবিটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে।

৪ এপ্রিল থেকে আমাজন প্রাইমে স্ট্রিমিং হবে বিধু বিনোদ চোপড়ার পরিচালিত ছবি শিকারা।

৩ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইমে দেখা পাবেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব ও জিতেন্দ্র কুমার অভিনীত পঞ্চায়েত।

৩ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে মানি হেস্ট'র চতুর্থ সিজন।

২৭ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখাতে পাবেন একটি নতুন সিরিজ 'নেভার হ্যাভ আই এভার'

২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখতে পাবেন কমেডি শো ইওর সিনসিয়ারলি করণ গিল।

৩ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখতে পাবেন কফি অ্যান্ড কারিম।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কাজলরেখা’ সিনেমা নিয়ে সুখবর
যে কারণে গ্যাংস্টার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল
শিগগিরই পর্দায় আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম সিনেমা
১৪ বছর পর পুরোনো পরিচালকের সিনেমায় অক্ষয়
X
Fresh